শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩

কেন যাবে? থাক আজ সারারাত। অহিংস চাঁদের আলোয় দেব ডুবসাঁতার। কেন উড়াল দেবে? যাবে অন্য আকাশ। ডুবসাঁতারে জেন নেব রাতের অন্ধকার ছুঁয়ে জীবনের স্বাপি্নক অনুভূতি।
দেখ শীত সন্ধ্যা জড়িয়ে পড়েছে জোনাকি পোকার চাদরে। আকাশ থেকে সিঁড়ি বেয়ে নেমে আসছে রুপালি চাঁদ। কেন যাবে, থাক আজ সারারাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন